প্রায় ৮ বছর পর বাংলাদেশে নিউজিল্যান্ড

কয়েক মাস পর টি-২০ ওয়াল্ড কাপ। সব দলই তাদের সামর্থ্য ঝালিয়ে নিতে মরিয়া। কিন্তু করোনা-কালীন সময়ে সেই সুযোগ পরিপুর্ণ ভাবে কেউ পাচ্ছে না। টি-২০ ওয়াল্ড কাপের আগে অস্টেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এই তিন দলের সাথে টি-২০ ম্যাচ খেলার কথা থাকলেও ইংল্যান্ড করোনার অজুহাতে বাংলাদেশ সফল বাতিল করেছে। তারা ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসবে বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। অস্টেলিয়া এক গাদা শর্ত দিয়ে বাংলাদেশ সফর করেছিল, ৫ টি টি-২০ ম্যাচ খেলতে। যা ৪-১ এ সিরিজ জিতেছিল বাংলাদেশ। ১ ম্যাচ জিতে বাংলা ওয়াশের লজ্জা থেকে অব্যাহতি পেয়েছে।
প্রায় ৮ বছর পর বাংলাদেশ সফরে এসছে কিউরা, ৫ টি টি-২০ ম্যাস খেলতে। তারা অবশ্য অস্ট্রেলিয়ার মত এত শর্ত দেননি। আজ সকালে ২৩ সদস্যদের বিশাল বহর নিয়ে সিজ্ঞাপুর হয়ে ঢাকা পৌছিয়েছে। তারা সরাসরি হোটেল ইন্টারকোন্টিনালে উঠেছেন এবং ২ দিন কোরেন্টাইন পালন করে মাঠে নামবেন। সব গুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-বাংলা ষ্টেডিয়ামে।
বাংলাদেশের বিপক্ষে কিউদের জয়ের গড় ভালো কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ এখন ফুরফুরে মেজাযে আছেন।
সাকিব এখন আমেরিকা অবস্থান করছে, কাল এসে দলের সাথে হোটেলে যোগ দেয়ার কথা।কিউরা বাংলাদেশ সফরে ছোট দল পাঠিয়ে, সিনিয়র প্লেয়ার বলতে দুজন। এটাই হতে পারে কিউদের হারানো প্লাস পয়েন্ট।