তালেবান সম্পর্কে উল্টো সুর গাইলেন ক্রিকেটার রশিদ খান

আফগানিস্তান তালেবানের দখলে এসেছে তাই আন্তর্জাতিক পরিসরে দেশটির ক্রিকেটের গতি থেমে যাবে বলে ধারণা ছিল দেশটির ক্রিকেট লিজেন্ট রশিদ খানের।
শুধু ক্রিকেটকে নিয়ে নয়, পরিবার ও স্বজনদের নিয়ে উৎকণ্ঠা জানিয়েছেন আফগান দলের অধিনায়ক রশিদ খান।
এর আগে আফগানিস্তানে নিরপোরাধ মানুষের ওপর চালানো হত্যাযজ্ঞ বন্ধ করতে সোশ্যাল মিডিয়ায় বিশ্ব নেতাদের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন তিনি।
গত মঙ্গলবারও এক টুইটবার্তায় শান্তির আহ্বান জানিয়েছেন এই লেগস্পিনার।
মোট কথা গত কয়েকদিন ধরে আফগান দলের অধিনায়কের সব বার্তাই গিয়েছিল তালেবানের সরকারের বিপক্ষে।
তবে এক সপ্তাহ যেতে না যেতেই তালেবানের পক্ষে সুর গাইলেন রশিদ খান। তালেবানরা আফগানিস্তানের ক্রিকেট থেমে যেতে দিবে না বলেই আশাবাদ ব্যক্ত করলেন রশিদ খান।
তিনি আরো বলেন তালেবানরা ক্রিকেট খেলা পছন্দ করে, তারা কখনো এই জনপ্রিয় খেলার গতিকে নষ্ট হয়ে দিবে না।
তালেবানরা ইসলামের পক্ষে, তাই আমাদের উচিত তাদের সমর্থন দেয়া।
তালেবান মানেই সন্ত্রাস বা জঙ্গি এটা মুটেও ঠিক নয়, এটা স্রেফ ভ্রান্ত ধারণা।