কলেজ-বিশ্ববিদ্যালয় খুলবে সেপ্টেম্ববারে , স্কুলের ছুটি আরো বাড়ছে

প্রায় ১৮ মাস পর দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলাতে যাচ্ছে। সেপ্টেম্বরের শেষের দিকে খুলে দেওয়া হবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কলেজ-বিশ্ববিদ্যালয়। শুরু হবে কলেজে গিয়ে ক্লাস-পরীক্ষা দেয়া। তবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছুটি আরও বাড়ছে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়।
আগামী নভেম্বরে কি ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সরাসরি নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়।
সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে সশরীরে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ। এ মাসের শেষে অন্যান্য বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলে শিক্ষক-শিক্ষার্থী উভয়ই স্বাস্থ্যবিধি মেনে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়া প্রায় শেষ পর্যায়ে আছে, কার্যক্রম এখনও চলমান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও টিকার আওতায় এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ শতাংশের বেশি শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। সেজন্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর ধীরে ধীরে আটকে থাকা পরীক্ষা গুলো পর্যায়ক্রমে নেওয়া হবে।
তবে ক্লাস ও পরীক্ষা নেয়া হলে ১০০℅ স্বাস্থ্যবিধি মেনে। যাতে কোন প্রকার অমান্য করা যাবে না অন্যথায় অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়।