মুখের রঙ ফর্সা করুন মাত্র ৭ দিনে

মুখের মৃত কোষ গুলো তুলে ফেলার জন্যে চিনির স্কাব এর কোন তুলনা হয় না। প্রত্যেহ বা একদিন পর পর এই স্কাব ব্যবহারে আপনি হয়ে উঠবেন লাবণ্যময়ী এবং আর ফর্সা।
বাজারে নানা রকম ক্যামিকেল স্ক্রাব পাওয়া যায়। তবে, ঘরে ও হাতের কাছে পাওয়া যায় এমন সহজলভ্য ও জনপ্রিয় স্ক্রাব হল চিনি।
চিনির স্ক্রাব ব্যবহারের উপকারিতা।।
আমেরিকান চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মারিসা অন্যান্য এক্সফোলিয়েশন পদ্ধতির সঙ্গে চিনির তুলনা করে বলেন, “চিনির দানাদার স্ক্রাব সহজেই ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে নরম ও মসৃণ করতে সহায়তা করে। আর উজ্জ্বলতা বাড়ে। এটা নাড়ী, পুরুষ সকলেই করা উচিত”
আরেক চর্মরোগ বিশেষজ্ঞ ডা. হ্যাডলি বলেন, “রাসায়নিক এক্সফলিয়েটর বা লবণের এক্সফ্লিয়েটর ত্বকে জ্বলনি সৃষ্টি করতে পারে। অন্যদিকে চিনির স্ক্রাব ত্বককে মসৃণ ও মোলায়ন করে।
নিরাপদ কিনা?
চিনির স্কাব ১০০% নিরাপদ নাড়ী, পুরুষ উভয়ের জন্যে।এটা মানুষের লোমকুপে জমে থাকা ময়লা,মৃত কোষ তুলে ফেলতে সাহায্য করে। ডা. গার্শিক বলেন, “অন্যান্য স্ক্রাব যেমন- লবণের স্ক্রাবের তুলনায় চিনির স্ক্রাব কম রুক্ষ হয় কারণ চিনির কণা গোলাকার ও কম শক্ত হয়, যা সহজেই মুখের ময়লা পরিষ্কারে সহায়তা করে।
চিনির স্ক্রাব ব্যবহারের উপায়
মুখ ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, মুখে পানি থাকা অবস্থাই সামান্য চিনি হাতের তালুতে নিয়ে মুখের ত্বকে আলতো ভাবে ঘষতে হবে। প্রয়োজন অনুযায়ী পানি মিক্স করতে হবে।
চিনির স্ক্রাব ব্যবহার করতে চাইলে প্রথমে ত্বকের সঙ্গে ধীরে ধীরে এর পরিচয় করাতে হবে।
ডা গারশিক বলেন, “অন্যান্য এক্সফলিয়েটরের মতো চিনির স্ক্রাব সপ্তাহে দুয়েকবারের বেশি ব্যবহার করা ঠিক নয়, বেশি ব্যবহারে ত্বকের প্রাকৃতিক সুরক্ষার স্তর নষ্ট হয়ে যেতে পারে।”
মার্কিন ত্বক বিশেষজ্ঞ টেইলর বলেন, “তৈলাক্ত ত্বকে সপ্তাহে তিনবার পর্যন্ত স্কাব ব্যবহার করা যেতে পারে।”