তালেবানরা খুবই ভালো, ওরা আমাদের সাথে ক্রিকেট ও খেলেছে।

আফগানিস্তানের বায়ুসেনার বিমানে দিল্লি হয়ে কলকাতায় ফিরলেন আফগানিস্তানে আটকে থাকা ২ ভারতীয় বাঙালি। দেশে ফিরলেও নিমতার বাসিন্দা তমাল ভট্টাচার্য এবং লেক ভিউয়ের বাসিন্দা স্মরজিৎ মুখোপাধ্যায়ের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।আফগানিস্তানে একটি আন্তর্জাতিক স্কুলে শিক্ষকতা করতে গিয়ে সে দেশে আটকে পড়েন বলে জানিয়েছেন তমাল ভট্টাচার্য। তবে, কী কারণে আফগানিস্তানে ছিলেন, সে ব্যাপারে মুখ খোলেননি লেক ভিউয়ের বাসিন্দা সরজিৎ মুখোপাধ্যায়। এদিকে ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তিতে দুই ভারতীয় বাাংগালি পরিবার। কলকাতায় ফিরে, তমাল জানালেন, তালিবান তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করেছে। ভাল খেতে দিয়েছে। এমনকী, ক্রিকেটও খেলেছে এবং তাদের সাথে গল্প করেছে। তমালের পরিবার জানিয়েছিল, শুক্রবার রাত থেকেই কাবুল বিমানবন্দরে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। পরিবারের দাবি, এরপরই শনিবার দুপুরে কাবুল থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজে তমাল লেখেন, “Picked up by talibans.” অর্থ তাদের তালেবান রা তুলে নিয়ে গেছে।
যদিও তাঁর পরিবার পরে জানায়, তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তমালের মা জানিয়েছিলেন, কিছু প্রশ্ন করেছে। ভাল খাইয়েছে। তারপর ছেড়ে দিয়েছে। এ কথা শুনে তার পরিবার একটু চিন্তা মুক্ত হয়েছে।
বিমানে তাঁদের মুখে শোনা যায়, ভারত মাতা কি জয় ধ্বনি। একই বিমানে দিল্লি পৌঁছন নেপালের দুই নাগরিকও। এর পাশাপাশি, কাবুল থেকে আরও ১৬৮ জনকে নিয়ে দেশে ফিরল বায়ুসেনার বিমান।
তমাল ভারতে নেমেই সাংবাদিকদের বলছেন, আমরা খুব ভয়ে ছিলাম। কিন্তু তালেবানদের আথিতেয়তা আমাদের মুগ্ধ করেছে। ইসলাম শান্তির ধর্ম তা তারা আবার প্রমান করেছে।
তারা আমাদের সাহায্য না করলে হয়ত আমরা আসতে পারতান না। তমাল তালেবানদের ধন্যবাদ জানিয়েছেন।