আফগান ক্রিকেট বোর্ডে বিশাল পরিবর্তন আনলো তালাবান

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (ACB) নতুন চেয়ারম্যান হলেন আজিজউল্লাহ ফজলি। তালেবানদের সঙ্গে বোর্ড কর্তাদের সভার পর তাকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড (ABC)।
কয়েক মাস পরেই টি-২০ বিশ্ব কাপ। সকল দেশের অংশ গ্রহনে মাধ্যমে পর্দা উন্মোচন করা হবে টি-২০ বিশ্ব কাপের, হটাত করে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে চলে গেলে চিন্তার ভাজ পরে আফগান ক্রিকেটারদের কপালে। তারা কি আজও বিশ্ব কাপ খেলতে পারবে,
তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির ক্রিকেটে এটাই প্রথম ও বড় পরিবর্তন। রোববার তাদের সঙ্গে ক্রিকেট বোর্ডের সভা হয়। এরপরই আসে এই ঘোষণা।
সেপ্টেম্বর ২০১৮ তে আতিফ মশালের পদত্যাগের পর এসিবির চেয়ারম্যানের দায়িত্ব পান আজিজ উল্লাহ
ফজলি। ২০১৯ বিশ্বকাপে আফগানদের বাজে পারফরম্যান্সের পরই জুলাইয়ে তাকে অভ্যাহতি দেওয়া হয়।
দুই বছর পর আবারও চেয়ারম্যান হিসেবে বোর্ডে ফিরলেন ফজলি।
গত দুই দশক ধরেই আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে জড়িত ফজলি। দেশটিতে ক্রিকেট প্রতিষ্ঠা করা দলের সদস্য ছিলেন তিনি। অনেক অবদান তার আফগান ক্রিকেট বোর্ডে। তার আগমনে মোটামুটি নিশ্চিত আফগান ক্রিকেট দল খেলছেন টি-২০ বিশ্ব কাপ এ। তালেবানদের বিশ্বাস ফজলির হাত ধরেই আসবে একদিন বিশ্ব কাপ।