সালমান খানকে চরম অপমান করলো CISF

Mumbai: পর্দায় তিনি দাবাং হতে পারেন, কিন্তু বাস্তবে দাবাং অফিসারের মুখোমুখি হলেন ভাইজান খ্যাত সালমন খান যিনি নিজের কাজের খাতিরে সালমনকে থামিয়ে করলেন নিরাপত্তা পরীক্ষা! কর্তব্যে পালনে কোথাও দেখা গেল না সুপারস্টারকে নিয়ে আদিখ্যেতা৷ উল্টো সিআইএসএফ অফিসার (CISF Officer) মন দিয়ে করে গেলেন তাঁর কাজ৷ এবং সেই ভিডিও সামনে আসতেই ভাইরাল হল৷ হবে না কেন, সলমন যেন সেখানে একেবারে সাধারণ জনতা, আর ডিউটিতে থাকা অফিসারই হলেন হিরো! সকলের বাহবা কুড়িয়ে নিলেন মুম্বই বিমানবন্দরে কর্মরত সিআইএসএফ অফিসার (Mumbai Airport CISF Officer Viral Video)৷
পরবর্তী ছবি টাইগার ৩-র (Tiger 3 Movie shooting in Russia) জন্য দেশের বাইরে রাশিয়ায় শ্যুটিং-এ গেলেন সলমন খান, ক্যাটরিনা কইফ৷ মুম্বই বিমানবন্দরে ভাইজানকে (salman khan) এক ঝলক পেতে মরিয়া ছিলেন ফ্যানরা৷ কোনও মতে ভক্তদের ভিড় এড়িয়ে সলমন পৌঁছে গেলেন বিমানবন্দরের ঢোকার মুখে৷ আর তার মাঝেই সলমন খানকে থামালেন কর্তব্যরত সিআইএসএফ অফিসার৷ তিনি স্পষ্ট বললেন সলমনকে সম্পন্ন করতে হবে সিকিউরিটি চেক৷ তারপরই তিনি ঢুকতে পারবেন বিমানবন্দরে!
সাধারণত বিমানবন্দরে ঢুকতে পরিচিত মুখ অর্থাৎ তারকাদের খুব বেশি বেগ পেতে হয় না৷ তাঁদের নিরাপত্তার পরীক্ষা হয়, দেখা হয় স্বচিত্র পত্রও৷ তবে উপস্থিত রক্ষীরা খুবই হাসিমুখেই তাদের সঙ্গে কথা বলেন৷ কারণ বহু ক্ষেত্রে উর্দিধারী নিরাপত্তারক্ষীরাও এই সব তারকাদের ভক্ত হন৷ কিন্তু এখানে দেখা গেল অন্য চিত্র৷