
সন্তানের হাতে বাবা খুনের মতো নির্মম ঘটনা ঘটেছে ময়মনসিংহে।
মাকে নির্যাতন করায় বাবাকে কুপিয়ে হত্যা করেন আরিফ হোসেন (২২) নামের এক যুবক।
গতকাল বুধবার রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রমোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে ঘটে এ ঘটনা।
নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত ওয়াহেদ আলী ছেলে আলী হোসেন (৫০)।
পুলিশ জানায়, আলী হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। বুধবার রাতের খাওয়ার পর ঘুমাতে যাওয়ার আগে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে আরিফও এতে জড়িয়ে পড়েন। এ সময় আরিফ তার বাবাকে থামানোর চেষ্টা করেন। হঠাৎ আরিফ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে তার বাবাকে কুপিয়ে আহত করেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, মরাদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই আরিফ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টো চালাচ্ছে পুলিশ।